দুই ঘণ্টায় ডিএসইতে ১২৬ কোটি টাকার লেনদেন

টানা সাত দিন পতনের পর সপ্তাহের তৃতীয় দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2018, 07:05 AM
Updated : 27 Feb 2018, 07:05 AM

মঙ্গলবার লেনদেনের প্রথম ২ ঘণ্টায় সূচকের সঙ্গে বেড়েছে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম।

ওই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার।

দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।

বেলা ১২টা ২৭ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করছিল।

আর সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১৭ হাজার ৯৬৬ পয়েন্টে।

ওই সময় পর্যন্ত সিএসইতে লেনদেনে অংশ নেয় ১৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বাড়ে ১০৫টির, কমে ২৮টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম।

পতনের ধারায় সোমবার ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বা প্রায় এক শতাংশ কমে ৫ হাজার ৭৭৪ দশমিক ৫৭ পয়েন্টে নেমে আসে। আর সিএএসপিআই ১৬৩ দশমিক ৭২ পয়েন্ট বা এক দশমিক ৯৫ শতাংশ কমে হয় ১৭ হাজার ৮৪৫ পয়েন্ট।

টানা সাত দিনের এই পতনের ফলে ডিএসইএক্স ৩২৭ পয়েন্ট বা প্রায় সাড়ে পাঁচ শতাংশ কমে সাত মাস আগের জায়গায় চলে আসে।