ইওএস টেক্সটাইলসের ৪০% শেয়ার কিনছে শাশা ডেনিমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস ৪৮ কোটি টাকার বিনিময়ে ইওএস টেক্সটাইলসের ৪০ শতাংশ শেয়ার কিনছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2018, 08:07 AM
Updated : 25 Feb 2018, 01:06 PM

আগের দিন ঢাকার একটি হোটেলে দুই কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার তথ্য রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

ইওএস টেক্সটাইলসের শেয়ার কিনতে এই ৪৮ কোটি টাকার মধ্যে ৩০ কোটি টাকা শাশা ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ থেকে যোগান দেওয়া হবে। বাকি ১৮ কোটি টাকা আসবে কার্যকরী নগদ অর্থ প্রবাহ থেকে (অপারেটিং ক্যাশ ফ্লো) থেকে।

শাশা ডেনিমস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সারওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমঝোতা চুক্তি সই হয়েছে মাত্র। শেয়ার কেনার বিষয়টি এখন নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থার অনুমতির উপর।

“শতভাগ রপ্তানিমুখী ইওএস টেক্সটাইলস শাশা ডেনিমস লিমিটেডের তিন ভাগের একভাগ আয় করার ক্ষমতা রাখে।”

২০১৭ সালের শাশা ডেনিমস মুনাফা দেখিয়েছে ৬ কোটি টাকার মতো, যার তিন ভাগের একভাগ হলো ২ কোটি টাকা। সে হিসেবে ইওএস টেক্সটাইলসের ৪০ শতাংশ শেয়ার কিনলে শাশা ডেনিমস মুনাফায় ৮০ লাখ টাকার মতো বাড়তি মুনাফা যোগ হতে পার।

আবার ইওএস টেক্সটাইলস লোকসান করলে সেই লোকসানের ভার টানতে হবে শাশা ডেনিমসকে।

এর আগে শাশা ডেনিমসের ২০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ইওএস টেক্সটাইলসের ৪০ শতাংশ শেয়ার কেনার বিষয়টি অনুমোদন করেছিলেন।