সপ্তাহের শেষ দিনে বড় দরপতন

সপ্তাহের শেষ দিনে দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 12:03 PM
Updated : 15 Feb 2018, 12:03 PM

বৃহস্পতিবার দিনের লেনদেন শুরুর পর থেকেই দেশের দুই স্টক এক্সচেঞ্জেই শেয়ারের মূল্য সূচক পতনের ধারাবাহিকতায় শেষপর্যন্ত সূচক নেতিবাচক রেখে দিন শেষ হয়।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে দশমিক ৮৩ শতাংশ। পাশাপাশি হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরও কমেছে।

ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে প্রায় ৬ হাজার ৫০ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট কমে প্রায় একহাজার ৪০৫ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৬০ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকা ১৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১০৯ কোটি ২ লাখ টাকা কম।

হাতবদল হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২২১টির ও অপরিবর্তিত রয়েছ ৩৯টির।

এদিকে বৃহস্পতিবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ১ কোটি ৪১ টাকা বেড়ে ২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৫৬ দশমিক ১১ পয়েন্ট কমে ১৮ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করছে।