সূচকের উত্থানে লেনদেন পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2018, 07:18 AM
Updated : 14 Feb 2018, 07:18 AM

বুধবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারে মূল্য সূচক বাড়ার পাশাপাশি লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দরও বেড়েছে।

বেলা সাড়ে ১২টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৭ কোটি ২৩ লাখ টাকার এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১২২ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় এক হাজার ৪১৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১১ দশমিক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৭ পয়েন্টে।

এই বেলায় সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯১০ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।