দুই ঘণ্টার লেনদেনে সূচক নিম্নগামী

আগের দিনের দরপতনের ধারাবাহিতায় সপ্তাহের চতুর্থ দিনও দেশের দুই পুঁজিবাজারে লেনদেন চলছে নিম্নমুখী সূচক নিয়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2018, 07:23 AM
Updated : 31 Jan 2018, 07:24 AM

বুধবার প্রথম দুই ঘণ্টার লেনদেনে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের সঙ্গে বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে।

বেলা ১২টা ৪২ মিনিট পর্যন্ত ঢাকা এক্সচেঞ্জে (ডিএসই) ২৪৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ওই সময়ে লেনদেনে অংশ নেওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৫টির দর বেড়েছে, ২৯৩টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১৩ পয়েন্ট কমে তখন ৬ হাজার ১৪ পয়েন্টে ছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে ১০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩২৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৬২৭ পয়েন্টে অবস্থান করছিল সে সময়।

তখন পর্যন্ত সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৬ টির দর বাড়ে, ১৬৭টির কমে এবং ১০টির দর অপরিবর্তিত থাকে।