আইডিএলসি গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

আইডিএলসি গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2018, 01:43 PM
Updated : 30 Jan 2018, 01:43 PM
কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

খসড়া প্রসপেক্টাস অনুযায়ী, এ ফান্ডের প্রাথমিক লক্ষ্য ঠিক করা হয়েছে ৫০ কোটি টাকা। এর মধ্যে ১০ কোটি টাকা আসবে উদ্যোক্তাদের কাছ থেকে। বাকি ৪০ কোটি টাকা সংগ্রহ করা হবে বাজার থেকে। এ ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

আইডিএলসি ফাইন্যান্স ও সম্পদ ব্যবস্থাপক আইডিএলসি অ্যাসেট ম্যানেজম্যান্ট এ ফান্ডের উদ্যোক্তা। ট্রাস্টি হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, কাস্টডিয়ান হিসেবে আছে ব্র্যাক ব্যাংক।