পুঁজিবাজারে বড় দরপতন

সপ্তাহের প্রথম দিন দুই পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2018, 10:30 AM
Updated : 28 Jan 2018, 10:56 AM

রোববার দিনের শুরুতে দুই স্টক এক্সচেঞ্জে কিছুক্ষণ সূচকে ঊর্ধ্বগতি থাকলেও টানা পতনের পর সূচক নেতিবাচক রেখে লেনদেন শেষ হয়।

দিন শেষে দুই বাজারে হাতবদল হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮০ ভাগসহ সব খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১ দশমিক ১৪ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১ শতাংশ ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি টাকা ২৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ৬৩ লাখ টাকা কম। এদিন মোট লেনদেনের ১৭ শতাংশ হয়েছে প্রকৌশল খাতে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৫, কমেছে ২৬৮ টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৭১ পয়েন্ট কমে প্রায় ৬ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৭ দশমিক ৮৯ পয়েন্ট কমে প্রায় একহাজার ৪১৩ পয়েন্টে ঠেকেছে; এবং ডিএস৩০ ২৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ২৮১ পয়েন্টে ঠেকেছে ।

এদিকে রোববার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৯ কোটি ৪ লাখ টাকা কমে ২৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১৯৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।