এস্কয়ার নিট কম্পোজিটকে আইপিও ছাড়তে অনুমতি

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকার মূলধন সংগ্রহে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেয়েছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 12:02 PM
Updated : 23 Jan 2018, 12:02 PM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের নিয়মিত সভায় এতে অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ, ডাইং ও ওয়াশিং প্লান্টের জন্য যন্ত্রপাতি কিনবে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস হয়েছে ২ টাকা ৫২ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়নপরবর্তী শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৫ টাকা ৮৩ পয়সা; পুনর্মূল্যায়ন ছাড়া ছিল ২৫ টাকা ৯৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে  রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিডে; রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।