৯ মাসে ২৫০% নগদ লভ্যাংশ

ওষুধ ও রসায়ন খাতের ম্যারিকো বাংলাদেশ গত বছরের এপ্রিল-ডিসেম্বর সময়ের জন্য বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ২৫ টাকা লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 06:54 AM
Updated : 23 Jan 2018, 06:54 AM

কোম্পানির পরিচালনা পর্ষদ হিসাব বছরের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য প্রতি শেয়ারে ২৫০ শতাংশ নগদ লভ্যাংশের সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

প্রতি শেয়ারে ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ মানে ১০ টাকার প্রাতি শেয়ারে ২৫ টাকা ।

লভ্যাংশেরর জন্য রেকর্ড ডেট ১২ ফেব্রুয়ারি । অর্থাত্ যারা ১২ তারিখে শেয়ার ধারন করবে তারা এই লভ্যাংশের দাবিদার হবে ।

এদিকে ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪১ টাকা ৩৮ পয়সা, যা আগের বছর ছিল ৩৮ টাকা ৪ পয়সা ।

সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটি ১১ টাকা ১৮ পয়সা শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে, যা আগের বছর ছিল ১০ টাকা ১৮ পয়সা

কোম্পানিটির হিসাব বছর ধরা হয় এপ্রিল-মার্চ।