দুই কোম্পানি মুনাফায়, একটি লোকসানে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের তিন কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 12:16 PM
Updated : 21 Jan 2018, 12:16 PM

এগুলো হলো- ডেলটা স্পিনার্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি।

প্রথম দুটি কোম্পানি মুনাফায় রয়েছে এবং পরেরটির লোকসান কমেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়। 

ডেলটা স্পিনার্স

বস্ত্র খাতের ডেলটা স্পিনার্স অক্টোবর–ডিসেম্বর সময়ে লোকসান থেকে মুনাফায় উঠেছে।

দ্বিতীয় প্রন্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৫ পয়সা। আগের বছর এসময় এটির লোকসান ছিল ৮ পয়সা।

আর প্রথম ছয় মাসে মুনাফা আগের চেয়ে কমেছে। জুলাই-ডিসেম্বর সময়ে মুনাফা হয়েছে ১১ পয়সা, যা আর আগের বছর ছিল ১৫ পয়সা ।

মিরাকল ইন্ডাস্ট্রিজ

অক্টোবর-ডিসেম্বর সময়ে বিবিধ খাতের মিরাকল ইন্ডাস্ট্রিজ মুনাফা করলেও আগের বছরের এসময়ের চেয়ে কমেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ২৬ পয়সা। আগের বছর এসময় লোকসান ছিল ২৮ পয়সা।

এদিকে অর্থবছরের প্রথম ছয় মাসের হিসাবেও মুনাফা আগের চেয়ে কমেছে; এসময়ে মুনাফা হয়েছে ৫৩ পয়সা, যা আগের এসময় ছিল ৫৪ পয়সা।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি

তিন মাসে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লোকসান করেছে।

এ বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে ১০ পয়সা। আগের বছর এসময় লোকসান ছিল ৯২ পয়সা ।

কোম্পানিটির ছয় মাসের লোকসান ১৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল একটাকা ৩৪ পয়সা ।