‘এ’ ক্যাটাগরিতে দেশবন্ধু পলিমার

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড ‘এ’ ক্যাটিগরিতে উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 10:29 AM
Updated : 18 Jan 2018, 10:39 AM

একারণে আগামী রোববার থেকে ৩০ কার্যদিবস এই শেয়ার কেনায় মার্জিন ঋণ সুবিধা বন্ধ থাকবে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটির ক্যাটিগরি উন্নয়ন হয়েছে।

দেশবন্ধু পলিমার রোববার থেকে ‘এ’ ক্যাটিগরিতে লেনদেনে আসছে পুঁজিবাজারে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধি অনুযায়ী, তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটিগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটিগরিতে উক্ত সিকিউরিটি কেনার জন্য প্রথম ৩০ দিন মার্জিন ঋণ দেওয়া যায় না।