১৫০ কোটি টাকার জন্য বন্ড ছাড়বে এনভয় টেক্সটাইল

কারখানা সম্প্রসারণ ও ব্যায়বহুল দীর্ঘময়োদী ঋণ পরিশোধের জন্য বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা তুলবে তালিকা ভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 02:42 PM
Updated : 16 Jan 2018, 02:42 PM
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় বন্ড ছেড়ে টাকা তোলার এ অনুমোদন দেওয়া হয়।

৫ বছর মেয়াদী প্রতিটি বন্ডের মূল্য হবে ১ কোটি ৫০ লাখ টাকা, যা শুধুমাত্র প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যাক্তিরাই কিনতে পারবেন ।

এই বন্ডটি শেয়ারে পরিণত করা যাবে না। এটি হবে অতালিকাভুক্ত, এই বন্ডের পুরো টাকা সুদ আসলে কোম্পানিটি একবারে দিয়ে দেবে এ ক্ষেত্রে বছর বছর কোন সুদ দেওয়া হবে না ।

বন্ডের ট্রস্টি হিসেবে করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ।