তৃতীয় দিনেও দরবৃদ্ধির চূড়ায় লাফার্জ সুরমা

হোলসিম বাংলাদেশ কিনে নেওয়ার খবরের পর টানা তৃতীয় দিনের মতো তৃতীয় দিনের মতো দর বাড়ার শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2017, 10:22 AM
Updated : 27 Dec 2017, 10:22 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিমেন্ট খাতের এই কোম্পানির শেয়ারের দর বেড়েছে বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৭৭ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার সর্বশেষ ৭০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ১১ হাজার ৫৩৬ বারে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ২২৭টি শেয়ার লেনদেন হয়, যার বাজার মূল্য ১১৩ কোটি ২৯ লাখ টাকা।

তিন মাস অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দাম প্রায় ৫০৫ কোটি টাকায় হোলসিম বাংলাদেশকে কিনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় লাফার্জ সুরমা সিমেন্ট।

এই খবরের মধ্যে ওই দিন শেয়ারটির দর আগের দিনের চেয়ে ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে সর্বশেষ ৫৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। এবং লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যে শেয়ারটি বিক্রেতা উধাও হয়ে দরবৃদ্ধির সর্বোচ্চসীমা ছুঁয়ে লেনদেন হল্টেড হয়ে যায়।

মঙ্গলবারও একই অবস্থা অব্যাহত রেখে শেয়ারটি আধঘণ্টার মধ্যে হল্ট হয়ে যায়; শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়ে সর্বশেষ ৬৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

বুধবারও একই ধারাবাহিকতা বজায় রেখে ডিএসইতে দরবৃদ্ধিতে শীর্ষ ১০টি কোম্পানির তালিকার চূড়ায় উঠে যায়।এদিন ডিএসইতে দর বাড়ার শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৮৪ শতাংশ।

কোম্পানিটি সর্বশেষ ২৮৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির এক হাজার ১৯৩ বারে ১২ লাখ ২১ হাজার ৮৭৭টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ৩৫ কোটি ৮২  লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফার্মা এইডসের ১৯ টাকা বা ৪ দশমিক ৯০ শতাংশ দর বেড়েছে; কোম্পানিটির এক হাজার ৪২৭ বারে এক লাখ ৩৬ হাজার ৭৪ টি ‌শেয়ার লেনদেন হয়েছে।

দরবৃদ্ধির তালিকার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, ডেসকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডেভেলপমেন্ট কোম্পানি, প্রিমিয়ার ব্যাংক ও যমুনা ব্যাংক লিমিটেড।