ইতিবাচক লেনদেন পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2017, 12:09 PM
Updated : 26 Dec 2017, 12:09 PM

মঙ্গলবার প্রথম আধঘণ্টায় সূচক কিছুটা বাড়লেও পরের একঘণ্টায় পতনের ধারা চলতে থাকে। তবে এর মোটামুটি স্থিতিশীল থেকে সূচক কিছুটা ইতিবাচক রেখেই লেনদেন শেষ হয়।

এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জেই কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম।

এর মধ্যে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে।

বাজার বিশ্লেষণী পোর্টাল স্টক বাংলাদেশের তথ্যানুয়ী, মঙ্গলবার ডিএসইতে সূচকের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রাখা কোম্পানির মধ্যে শীর্ষ দুটি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট ও ইসলামী ব্যাংক।ডিএসইতে তথ্যপ্রযুক্তি খাত ছাড়া বাকি সব খাতের বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭১ কোটি টাকা ৪২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১১ কোটি ৬৯ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৪টির ও অপরিবর্তিত রয়েছ ৫৩টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে প্রায় ৬ হাজার ১৬৭ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ ৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৭২ পয়েন্টে ঠেকেছে; এবং ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৪৫ পয়েন্টে ঠেকেছে ।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৭ কোটি ৬৩ লাখ টাকা কমে ২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।