নতুন মেশিন বসাতে উৎপাদন কমাবে ইয়াকিন পলিমার

নতুন মেশিন স্থাপনের জন্য দুই মাস পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার উৎপাদন কমিয়ে রাখবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2017, 09:23 AM
Updated : 26 Dec 2017, 09:23 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এই তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।

ইয়াকিন পলিমার ২৬ ডিসেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত উৎপাদন ক্ষমতার মাত্র ২৫ ভাগ ব্যবহার করবে।

নতুন মেশিনারিজ স্থাপন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য লেআউট প্লান পরিবর্তনের জন্য প্রায় ২ মাস সময় লাগবে বলে জানিয়েছে কোম্পানিটি।

বি ক্যাটাগরিতে লেনদেনে থাকা ইয়াকিন পলিমার ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৫২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৩ দশমিক ২৯ শতাংশ শেয়ার।