আলিফের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে বিএসইসির সায়

বস্ত্র খাতের আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 02:12 PM
Updated : 19 Dec 2017, 02:12 PM

মঙ্গলবার বিএসইসির নিয়মিত সভায় কোম্পানিটিকে ১:১ হারে অর্থাৎ বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইটের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৮৯৫টি শেয়ার ছেড়ে ১০৯ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা বাজার থেকে সংগ্রহ করবে।

এই টাকায় কোম্পানিটি বিএমআরই এবং সক্ষমতা বাড়ানোর শর্ত পরিপালন করবে।

৩১ মার্চ ২০১৭ অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতিটি সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৪৩ পয়সা। আর ১ জুলাই ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৭ সময়কালে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট।