শুরুতেই লেনদেনের শীর্ষতালিকায় আলিফ

পরিবর্তিত নামে পুঁজিবাজারে লেনদেনে এসে প্রথম দিনেই লেনদেনের শীর্ষতালিকায় উঠা কোম্পানিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে সিএমসি কামাল টেক্সটাইল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 01:49 PM
Updated : 18 Dec 2017, 01:49 PM
বস্ত্রখাতে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ার সোমবার থেকে ‘আলিফ’ ট্রেডিং কোড নিয়ে ‘আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড’ নামে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে।

আলিফ গ্রুপের বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইউনিটেক্সের সঙ্গে একীভূত হওয়ার পর নতুন নামে প্রথম লেনদেনে এলো।

সোমবার ডিএসইতে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রায় ২৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা দিনের মোট লেনদেনের প্রায় ৫ দশমিক ৬ শতাংশ।

১৯৯৭ সালে তালিকাভুক্ত সিএমসি কামাল টেক্সটাইল ‘এ’ ক্যাটাগরিতে লেনদেনে রয়েছে। বিনিয়োগকারীদের নিয়মিত লভ্যাংশ দিয়ে আসছে কোম্পানিটি ।  

২০১৩ সালে কোম্পানিটি মুনাফা করেছে ১০ কোটি টাকা, পরের বছর মুনাফা করেছে সাড়ে ১১ কোটি এবং তারপরের দেড় বছরে মুনাফা করেছে প্রায় ২০ কোটি টাকা।

ডিএসইর ওয়েবাসইটে দেওয়া তথ্য অনুযায়ী,

কোম্পানিটির ৩১ দশমিক ৩৫ শতাংশ শেয়ার আছে কোম্পানির পরিচালকদের হাতে, ১১ দশমিক ৭১ শতাংশ শেয়ার প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং ৫৬ দশমিক ৯৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।