বড় মূলধনী খাতের প্রভাবে দরপতন

ব্যাংক, টেলিযোগাযোগ এবং ওষুধ ও রসায়ন খাতের খাতের কোম্পানিগুলোর দরপতনের কারণে পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2017, 12:41 PM
Updated : 27 Nov 2017, 12:44 PM

সোমবার লেনদেন শুরুর প্রথম আধঘণ্টায় শেয়ারের মূল্য সূচকে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যায়। এরপর নামতে নামতে শেষ পর্যন্ত সূচক নেতিবাচক রেখে লেনদেন শেষ হয়ে যায়।

লংকাবাংলার বিশ্লেষণে দেখা যায়, টেলিযোগাযোগ খাতের শেয়ারের দাম ১ দশমিক ১৬ শতাংশ, ব্যাংক খাতের দাম ৮০ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দশমিক ৬৮ শতাংশ দাম কমেছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)- দুই বাজারে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে; তবে কমেছে হাতবদল হওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।

সূচক পতনে কোম্পানি হিসেবে গ্রামীণফোন, লংকাবাংলা, ব্র্যাক ব্যাংক, আইসিবি ও ইউনাইটেড পাওয়ার বড় ভূমিকা রেখেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৮ কোটি টাকা ৯১ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৩৮ কোটি ৭ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত রয়েছ ৪২টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ বেড়ে কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ২৬ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৮৬ পয়েন্টে ঠেকেছে; এবং ডিএস৩০ সূচক ১২.৩৬ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ২৬৭ পয়েন্টে নমেছে।

এদিন লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফু-ওয়াং ফুড, বিডি থাই, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংক।

দরবৃদ্ধিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো- বিডি অটোকারস, পদ্মা লাইফ ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, এপেক্স ফুডস্, এপেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সেলভো কেমিক্যালস, নূরানী ডাইয়িং, উসমানিয়া গ্লাস ও কাশেম ড্রাইসেল।

অন্যদিকে দরপতনে শীর্ষ ১০ কোম্পানি হলো- লঙ্কাবাংলা ফাইন্যান্স, জেনারেশন নেক্সট, আইসিবি, এশিয়া প্যাসেফিক, মেঘনা পেট, ইস্টার্ন কেবলস, দুলামিয়া কটন, মেঘনা কন্ডেন্সড মিল্ক ও ইউনাইটেড ইন্সুরেন্স।

অপরদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি ৮৪ লাখ টাকা বেড়ে ৪৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেচে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১০৩ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৯৫ পয়েন্টে অবস্থান করছে।