৩ ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৪৬২ কোটি টাকা

শেয়ারের মূল্য সূচকের উত্থান-পতনের পর ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে পুঁজিবাজারে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2017, 07:52 AM
Updated : 8 Nov 2017, 08:07 AM

বুধবার লেনদেন শুরুর পর প্রথম তিন ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

বেলা দেড়টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে ৪৬২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৩০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

এসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৪৯ পয়েন্টে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৩৩ পয়েন্টের উপরে। ডিএস৩০ সূচক ৭ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৮ পয়েন্টের উপরে উঠেছে।

এদিকে বুধবার প্রথম তিন ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬০ পয়েন্টের উপরে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৮৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির।