ডিএসই থেকে আয় কমেছে সরকারের

গত মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের আয় আগের মাসের চেয়ে ২৪ শতাংশ কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 01:20 PM
Updated : 5 Nov 2017, 01:23 PM

রোববার ডিএসই থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অক্টোবরে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৩ কোটি ২৮ লাখ টাকার, যা আগের মাসে ছিল ৩০ কোটি ৮২ লাখ টাকা।

এর মধ্যে ১৫ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৮৫৭ টাকা ডিএসই ব্রোকারেজ হাউজের লেনদেন থেকে ও ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৯৮১ টাকা আয় হয়েছে উদ্যক্তা পরিচালক ও প্লেসমন্টে শেয়ার থেকে।

সেপ্টেম্বরে এই আয় ছিল যথাক্রমে ১৯ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ৯৮৫ টাকা ও ১০ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৫০ টাকা।