খোলস পাল্টে নতুন পণ্য আনছে কাশেম ড্রাইসেলস

পুঁজিবাজার তালিকাভুক্ত কাশেম ড্রাইসেলস নাম পরিবর্তনের পাশাপাশি বেশ কয়েকটি কারখানা বসানোর মাধ্যমে নতুন পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 10:39 AM
Updated : 18 Oct 2017, 11:08 AM

মঙ্গলবার প্রকৌশল খাতের এই কোম্পানি পরিচালনা পর্ষদের সভায় এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

কোম্পানিটির নতুন নাম হবে ‘কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, যা আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চূড়ান্ত হবে।

ডিএসইর তথ্যানুযায়ী, কোম্পানিটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় উচ্চ চাপসম্পন্ন ক্যান তৈরির জন্য নতুন কারখানা বসিয়েছে, যেখানে এর মধ্যেই উৎপাদন শুরু হয়েছে।

আর এসব ক্যান ভরার জন্যও আলাদা কারখানা বসানো হয়েছে, যার মধ্য দিয়ে এয়ার ফ্রেশনার, ডিওডোরেন্ট, হেয়ার স্প্রে ও শেভিং ফোম তৈরি শুরু করছে।

এর বাইরে ইউএম-১ ভিনাইল জ্যাকেট ব্যাটারি উৎপাদনের জন্য আরও একটি নতুন কারখানা বসানো হয়েছে।

২০১৭-১৮ সালের স্বল্পমেয়াদী পরিকল্পনার আওতায় খাদ্য ও পানীয় লাইন স্থাপন, খাদ্য ও পানীয় তৈরির কারখানা স্থাপন ও ব্যাটারি উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে এই কোম্পানির।

এছাড়াও কোম্পানিটি একটি প্যাকেজিং ও অ্যালুমিনিয়াম কারখানা, কর্পোরেট সদরদপ্তর ও পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরিরও পরিকল্পনা করেছে।