ডিএসইতে সূচকে রেকর্ড

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2017, 11:32 AM
Updated : 10 July 2017, 11:32 AM

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্টের বেশি বেড়ে সর্বোচ্চ সূচকের নতুন রেকর্ড হয়েছে; বেড়েছে লেনদেনের পরিমাণও।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১৬৫ পয়েন্টের মত। কমেছে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ১২৬৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০৪ কোটি ১ লাখ টাকা বেশি।

এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল গত ২২ মার্চ। সেদিন ১২৯০ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়।  

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৭ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক ডিএসইএক্স সূচক গণনা শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। ২০১৩ সালের ২৭ জানুয়ারি থেকে শুরু হয় ডিএসইএক্স সূচক গণনা।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২২ পয়েন্টে।

অন্যদিকে সোমবার সিএসইতে ৮১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে ৮৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ০৬০ দশমিক ৮৫ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির। কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।