এদিন ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম হারায় ২৭০টি কোম্পানি; বাড়ে ৭৩টির। আগের দিনের দরে হাতবদল হয় ৫৪টি কোম্পানির শেয়ার।
Published : 05 Jan 2025, 05:44 PM
সার্ভার বিভ্রাটে স্বাভাবিকের চেয়ে এক ঘণ্টা কম লেনদেন হওয়ার দিনে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমেছে ৩৪ পয়েন্ট; লেনদেনও কমেছে।
রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারের দর হারিয়েছে অধিকাংশ কোম্পানি।
এদিন মোট ৩১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়; আগের দিন হয়েছিল ৩১৩ কোটি ৬৫ লাখ টাকার।
রোববার ৪৬ কোটি টাকার লেনদেন হয় ব্লক মার্কেটে। সাধারণত ১০ থেকে ২০ কোটি টাকার ঘরে শেয়ার হাতবদল হয় এ বাজারে। একক কোম্পানি হিসেবে ৩১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয় ফাইনফুডসের।
সার্ভারে ত্রুটির কারণে সপ্তাহের এদিন সকাল ১০টার স্বাভাবিক সময়ে লেনদেন শুরু করতে পারেনি ডিএসই। দেড় ঘণ্টার চেষ্টায় ত্রুটি সারিয়ে লেনদেন শুরু হয় বেলা সাড়ে ১১টায়।
পরে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়। জটিলতার কারণ খুঁজে বের করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে ডিএসই।
এদিন লেনদেনের শুরু থেকেই মূল্যসূচক কমতে থাকে। শেষ বেলায় বিক্রির চাপ কিছুটা বাড়লে বিকাল ৩টায় লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৫ হাজার ১৬৫ পয়েন্ট নিয়ে।
মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয় এদিন। এর মধ্যে দাম হারায় ২৭০টি কোম্পানি; বাড়ে ৭৩টির। আগের দিনের দরে হাতবদল হয় ৫৪টি কোম্পানির শেয়ার।
লেনদেনে বেশি অবদান রাখে ব্যাংক খাত। মোট লেনদেনের ২১ দশমিক ৪৭ শতাংশ বা ৫৮ কোটি ৮০ লাখ টাকাই এ খাতের। এরপরই লেনদেনে ভূমিকা ছিল খাদ্য ও আনুসঙ্গিক খাত এবং ওষুধ ও রসায়ন খাতের।
চার দিন উত্থানের পর গত সপ্তাহের শেষ কর্মদিবসে ১৮ পয়েন্ট হারিয়েছিল ডিএসিই। এ নিয়ে দুই দিনে মূল্যসূচক কমল ৫২ পয়েন্ট।
রোববার মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বাড়ে সবচেয়ে বেশি। ব্লক মার্কেটে ব্যাংকটির দুই কোটি ৪১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। মূল বাজারে শেয়ারটির দর বাড়ে ৯ দশমিক ৪৯ শতাংশ। সবশেষ শেয়ারটি হাতবদল হয় ৩৪ টাকা ৬০ পয়সায়।
এরপরই ফাইন ফুডস, ওয়াইম্যাক্স, রূপালী ব্যাংক ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পায়।
সবচেয়ে বেশি দর হারানো কোম্পানির তালিকায় আছে কেয়া কসমেটিকস, তাকাফুল ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, সাফকো স্পিনিং ও নূরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।
লেনদেন বিলম্বে শুরু হওয়ার ব্যখ্যা দিয়ে ডিএসই সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি'র সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ডিএসই ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে ট্রেডিং কার্যক্রমে বিলম্ব ঘটে।”
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ডিএসই বলেছে, “এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ডিএসই ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।’’
পুরনো খবর