বিদ্যমান নিয়মে পুঁজিবাজারে মোট বিনিয়োগের মধ্যে সর্বোচ্চ ৫ শতাংশ কোনো একটি কোম্পানিতে বিনিয়োগ করতে পারে কোনো প্রতিষ্ঠান।
Published : 22 Apr 2025, 07:55 PM
মৌলভিত্তির ‘এ’ শ্রেণির কোম্পানির শেয়ার কেনায় একক সীমা মানার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়।
বিদ্যমান নিয়ম অনুযায়ী পুঁজিবাজারে মোট বিনিয়োগের মধ্যে সর্বোচ্চ ৫ শতাংশ কোনো একটি কোম্পানিতে বিনিয়োগ করতে পারে কোনো প্রতিষ্ঠান।
নতুন সিদ্ধান্তে এ নিয়ম মানা থেকে অব্যাহতি দেওয়ায় ‘এ’ শেণির একটি কোম্পানির শেয়ারে এ সংক্রান্ত অন্য শর্ত মেনে যেকোনো অঙ্কের বিনিয়োগ করতে পারবে আইসিবি।
একক সীমা তুলে দেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থাটির কাছে আবেদন করেছিল আইসিবি।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা বিবেচনায় মৌলভিত্তিসম্পন্ন ও ভবিষ্যত সম্ভবনাময় সিকিউরিটিজে অধিক বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত 'এ' ক্যাটাগরির কোম্পানিসমূহের একক শেয়ারে সর্বোচ্চ বিনিয়োগ সীমা ৫% হতে আইসিবিকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।’’
তবে এক্ষেত্রে বিএসইসির ২০১৮ এর (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) প্রাসঙ্গিক বিধিমালা পরিপালন করতে হবে। একই সঙ্গে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারধারণ সংক্রান্ত ২০১৯ সালের নোটিফিকেশনের প্রাসঙ্গিক শর্ত অনুসরণ করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।