“নিয়ন্ত্রক সংস্থাও পুঁজিবাজারের একজন প্লেয়ার হয়ে গেছে। তারা তো নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাজার মনিটরিং করবে,” বলেন তিনি।
Published : 02 Nov 2024, 08:55 PM
দীর্ঘ সময় ধরে পুঁজিবাজারে ভুল সিদ্ধান্ত, দুর্নীতি হয়ে আসার কারণে বর্তমানে বাজারের এমন দুর্গতি বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম।
শনিবার রাজধানীর একটি ক্লাবে ‘বাংলাদেশ পুঁজিবাজার বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ডিবিএ।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডিএসইর চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া মমিনুল বলেন, ‘‘দেশের মাঝে দুর্নীতি, বিচারহীনতা, অদক্ষতা এবং ভুল সিদ্ধান্ত পুঁজিবাজারেও আছে। সেটারই ফলাফল আজকেই এই পরিস্থিতি, পুঁজিবাজারের এমন দুর্গতি। বাজার এমন অবস্থানে আছে।
‘‘যে দেশে পিয়ন চারশত কোটি টাকার মালিক হয়ে যায়, গাড়ির ড্রাইভার শতকোটি টাকা বানিয়ে ফেলতে পেরেছে, সেখানে সাধারণ মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে।’’
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের ধারণা তৈরি হয়েছে তারাও যেকোনোভাবে পয়সাওয়ালা হতে পারে বলে ভাষ্য তার।
মমিনুল বলেন, ‘‘আমরা বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি করেছি, যার জন্য মার্কেটে কারসাজি কমেনি। এতে বিনিয়োগকারী, বাজার মধ্যস্থতাকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’’
এ অবস্থা থেকে উত্তরণে অর্থনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ‘‘নিয়ন্ত্রক সংস্থাও পুঁজিবাজারের একজন প্লেয়ার হয়ে গেছে। তারা তো নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাজার মনিটরিং করবে। বাজার পরিচালনা করার মত রুটিন কাজটি বাজার সংশ্লিষ্টরা করবেন।’’
এসব কারণে পুঁজিবাজারে কৌশলগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ডিএসই চেয়ারম্যান বলেন, ‘‘স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল নিয়ে কাজ শুরু করেছে ডিএসই। জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন দেশ এসেছে, এরকম সুযোগ আর আসবে না সংস্কারের। একটি টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে দেশ। এখন আমরা কোনদিকে যাবে তা ঠিক করতে হবে।’’
সভাপতির বক্তব্যে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজার সংস্কারের জন্য নিয়ন্ত্রক সংস্থার যে সক্ষমতা প্রয়োজন তা নেই। আগে সক্ষমতা বাড়ানো দরকার।
আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর ডিমিউচুয়ালাইজেশন আইন পর্যালোচনা হওয়ার কথা। গত ১৩ বছরেও তা না হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আইনটি দ্রুত পর্যালোচনা করে সংস্কার করা দরকার।
আরও বক্তব্য রাখেন পুঁজিবাজার বিষয়ক প্রতিবেদকদের সংগঠন সিএমজেফ এর সাবেক সভাপতি জিয়াউর রহমান ও গোলাম সামদানি।