তারিকুজ্জমানের বিদায়ের পর আগের কমিশনের একমাত্র কমিশনার হিসেবে রইলেন মুঃ মোহসিন চৌধুরী।
Published : 17 Sep 2024, 09:15 PM
অবশেষে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসির কমিশনার পদ থেকে পদত্যাগ করলেন চুক্তি বাতিলের নোটিস পাওয়া এটিএম তারিকুজ্জামান।
চার বছরের জন্য নিয়োগ পেলেও মাত্র চার মাস চাকরি করে কমিশনার হিসেবে বিএসইসি থেকে বিদায় নিতে হলো তাকে।
মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি অর্থমন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্র জমা দেন।
এর একদিন আগে তার অধীনে থাকা সব বিভাগ সরিয়ে নিয়েছিল খন্দকার রাশেদ মাকসুদের কমিশন।
পদত্যাগপত্র জমা দিয়ে বিএসইসিতে সব শেষ অফিস করেন মঙ্গলবার। পরে উপ-পরিচালক হিসেবে বিএসইসিতে কর্মজীবন শুরু করা তারিকুজ্জামানের সঙ্গে দেখা করতে যান কর্মকর্তারা। কুশল ও শুভেচ্ছা বিনিময় শেষে দুপুর বেলা কমিশন থেকে চলে যান তিনি।
তারিকুজ্জমানের বিদায়ের পর আগের কমিশনের একমাত্র কমিশনার হিসেবে রইলেন মুঃ মোহসিন চৌধুরী।
গত ১১ সেপ্টেম্বর তিন মাস সময় দিয়ে বিএসইসির কমিশনার হিসেবে এটিএম তারিকুজ্জামানের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন দেয় অর্থমন্ত্রণালয়।
তবে চাকরির শর্ত অনুযায়ী, তারিকুজ্জামান চাইলে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে পারতেন।
চার দিন পর কমিশনার এটিএম তারিকুজ্জামানের অধীনে থাকা সব বিভাগ সরিয়ে নেয় বিএসইসির নেতৃত্বে থাকা রাশেদ মাকসুদ কমিশন।
পোর্টফলিও শূন্য করে বিভাগগুলো অন্য তিন কমিশনারের অধীনে বন্টন করে দেয়া হয়। নতুন পোর্টফলিওতে ‘কমিশনস সেক্রেটারিয়েট ডিভিশন’, ‘ফাইন্যান্সিয়াল লিটেরাসি ডিভিশন’ ও ‘ইন্টারন্যাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স’ বিভাগ তিনটি সরাসরি নিজের অধীনে নিয়েছেন রাশেদ মাকসুদ।
চার কমিশনার ও চেয়ারম্যান নিয়ে বিএসইসি কমিশন গঠিত হয়। নীতিনির্ধারণী যেকোনো সিদ্ধান্ত নিতে কমিশনের বৈঠক করে নেয়ার আইনি বাধ্যবাধকতা আছে।
চলতি বছরের গত ২০ মে তারিকুজ্জামানকে চার বছরের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার।
শিক্ষা জীবন শেষে ১৯৯৭ সালে বিএসইসিতে উপ-পরিচালক হিসেবে যোগ দেন তারিকুজ্জামান। নির্বাহী পরিচালক পদ পর্যন্ত পদোন্নতি পেয়ে ২০২৩ সালের অগাস্টে চাকরি ছেড়ে দেয়ার শর্তে তারিকুজ্জামানকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন কমিশনের আগের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদে আট মাস চাকরি করে পুনরায় বিএসইসিতে ফেরেন চলতি বছরের গত মে মাসে।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হলে আর্থিক খাতেও তার প্রভাব পড়ে।
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ১০ অগাস্ট রাতে পদত্যাগ করেন আগের কমিশনের চেয়ারম্যান শিবলী শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
এর দুই দিন পরে পদত্যাগ করেন কমিশনার পদ থেকে শেখ শামসুদ্দিন আহমেদ। তাকে আগের সরকার প্রথম দফায় ২০২০ সালের মে মাসে চার বছরের জন্য নিয়োগ দিয়েছিল। দ্বিতীয় মেয়াদে তাকে আবারও ৪ বছরের নিয়োগ দেয়া হয় গত জুন মাসে।
একইদিনে পদত্যাগ করেছিলেন অপর কমিশনার অধ্যাপক রুমানা ইসলাম, যিনি প্রথম নারী কমিশনার হিসেবে বিএসইসিতে যোগ দিয়েছিলেন ২০২২ সালের মে মাসে।