চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
Published : 28 Aug 2024, 08:09 PM
সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির কমিশনার হিসেবে চার বছরের জন্য তাকে দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ (২) মোতাবেক নিয়োগের দিন থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
”তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।”
ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর সরকারে পালাবদলের ধারাবাহিকতায় আগের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান স্টান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ।