স্পেন নয়, মরক্কোর হয়ে খেলবেন ব্রাহিম দিয়াস

মরক্কোর আসছে দুই ম্যাচের দলে ডাক পেয়েছেন স্পেনে জন্ম নেওয়া রেয়াল মাদ্রিদের এই উইঙ্গার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2024, 12:10 PM
Updated : 14 March 2024, 12:10 PM

স্পেন জাতীয় দলে ব্রাহিম দিয়াসের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার অবসান হলো। আন্তর্জাতিক ফুটবলে খেলার জন্য মরক্কোকে বেছে নিলেন রেয়াল মাদ্রিদের ২৪ বছর বয়সী উইঙ্গার। 

স্প্যানিশ মা ও মরক্কান বাবার সন্তান ব্রাহিমের জন্ম স্পেনের মালাগায়। বয়সভিত্তিক বিভিন্ন দলে স্পেনের হয়ে খেলেছেন তিনি। ২০২১ সালের জুনে লিথুয়ানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে স্পেন জাতীয় দলেও অভিষেক হয় তার। সেবার কোভিডের কারণে মূল দলের খেলোয়াড়রা আইসোলেশনে থাকায় অনূর্ধ্ব-২১ দলের ফুটবলারদের ডাকা হয়েছিল। ওই ম্যাচে দলের ৪-০ ব্যবধানের জয়ে একটি গোলও করেছিলেন ব্রাহিম।

সাম্প্রতিক সময়ে রেয়ালের হয়ে দারুণ ফর্মে থাকায় ধারণা করা হচ্ছিল, ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্পেন দলে বিবেচনা করা হবে তাকে, যা ঘোষণা করা হবে শুক্রবার। তবে বুধবার ব্রাহিমকে নিয়ে অ্যাঙ্গোলা ও মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করেছে মরক্কো।

স্প্যানিশ গণমাধ্যমের খবর, ব্রাহিমের প্রতি স্পেন জাতীয় দলের আগ্রহের অভাব তার এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। অনেক দিন ধরেই তাকে জাতীয় দলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিল মরক্কো।