ইন্টার ম্যাচেও ডি ইয়ংকে পাচ্ছে না বার্সা

ঊরুর পেশির চোটে বাইরে আছেন এই ডাচ মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2022, 05:06 PM
Updated : 3 Oct 2022, 05:06 PM

ঊরুর পেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ফ্রেংকি ডি ইয়ং। তাই চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও এই ডাচ মিডফিল্ডারকে পাচ্ছে না বার্সেলোনা।

ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার ইন্টারের মুখোমুখি হবে শাভি এরনান্দেসের দল। সান সিরোয় ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

ম্যাচটির জন্য সোমবার বার্সেলোনার ঘোষিত ২১ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি ডি ইয়ংকে। চোটে বাইরে থাকা রোনালদ আরাহো, মেমফিস ডিপাই, জুল কুন্দে ও এক্তর বেইয়েরিনও নেই দলে।

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পান ডি ইয়ং। ইন্টার ম্যাচের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত তা হলো না।

বার্সেলোনা ‘বি’ দলের দুই মিডফিল্ডার পাবলো তোরে ও মার্ক কাসাদোকে ইন্টার ম্যাচের দলে রাখা হয়েছে। কাসাদো গত শনিবার লা লিগায় রিয়াল মায়োর্কার মাঠে ১-০ গোলে জয়ের ম্যাচের দলেও ছিলেন।  

চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে একটি করে জয়ে সমান ৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দুইয়ে ও ইন্টার তিনে আছে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। ভিক্তোরিয়া প্লাজেন এখনও কোনো পয়েন্ট পায়নি।