ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের মধ্যে টুইটারে গত মৌসুমে সবচেয়ে বেশি গালি দেওয়া কিংবা কটূক্তি করা হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। এই তালিকায় পরের দুটি নাম ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর দুই সতীর্থ হ্যারি ম্যাগুইয়ার ও মার্কাস র্যাশফোর্ড।
দা অ্যালান টার্নিং ইনস্টিটিউট ও অফকমের (অফিস অব কমিউনিকেশন) একটি জরিপে উঠে এসেছে এই তথ্য।
নতুন একটি প্রযুক্তির মাধ্যমে ২০২১-২২ মৌসুমের শেষ ৫ মাসের ২৩ লাখ টুইটার বার্তা বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছে তারা।
রোনালদোক নিয়ে গালিগালাজের টুইট হয়েছে মোট ১২ হাজার ৫২০টি। এখানে তার কাছাকাছিও নেই কেউ। দ্বিতীয় সর্বোচ্চ শিকার ম্যাগুইয়ার (৮ হাজার ৯৫৪টি) ও তৃতীয় সর্বোচ্চ র্যাশফোর্ড (২ হাজার ৫৫৭)।
ক্লাব হিসেবে শতকরা হারে সবচেয়ে বেশি কটূকথা শুনতে হয়েছে টটেনহ্যামকে, ৩.৭ শতাংশ।
জরিপে উঠে এসেছে, প্রিমিয়ার লিগের চারভাগের তিন ভাগ ফুটবলারই গালাগালের বার্তা পেয়ে থাকে, কেউ কেউ এসব বার্তা পান প্রতিদিনই।
এমন বিদ্বেষের শিকার সবচেয়ে বেশি হওয়া ১০ ফুটবলারের ৮ জনই ম্যানচেস্টার ইউনাইটেডের। অন্য দুজন হলেন ইংল্যান্ড ও টটেনহ্যাম হটস্পামের অধিনায়ক হ্যারি কেইন এবং ম্যানচেস্টার সিটির তারকা জ্যাক গ্রিলিশ।
প্রায় ৬০ হাজার গালাগালপূর্ণ পোস্ট পাওয়া গেছে এই জরিপে। নির্দিষ্ট এই সময়টাতে শীর্ষ পর্যায়ের ৬৮ শতাংশ ফুটবলারই অন্তত একটি হলেও এমন বার্তা পেয়েছেন।
প্রতিবেদনে উঠে এসেছে, গড়ে প্রতি ১৪ জনের ১ জন প্রতিদিনই বিদ্বেষপূর্ণ বার্তা পেয়েছেন। তবে এসব বার্তার অর্ধেকেই ছিল ১২ জন ফুটবলারকে নিয়ে।
তবে আশা জাগানিয়া কিছুও উঠে এসেছে জরিপে। মোট টুইটের ৫৭ শতাংশই ছিল ফুটবলারদের জন্য ইতিবাচক।