এমবাপের ইতিহাস

সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপ ফাইনালে গোল করলেন ফরাসি ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2022, 05:19 PM
Updated : 18 Dec 2022, 05:19 PM

দল পিছিয়ে দুই গোলে। কিলিয়ান এমবাপে দুই মিনিটে করলেন দুই গোল। প্রথমটিতেই তরুণ ফরাসি ফরোয়ার্ড গড়ে ফেললেন ইতিহাস।

কাতার আসরের ফাইনালে রোববার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করেন এমবাপে। প্রথমটি পেনাল্টি থেকে, পরেরটি সতীর্থের পাসে।

পঞ্চম খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপের ফাইনালে গোল করলেন এমবাপে। তবে তার চেয়ে কম বয়সে (২৩ বছর ৩৬৩ দিন) এটি করতে পারেননি আর কেউ।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের ৪-২ ব্যবধানের জয়ে একটি গোল করেছিলেন তিনি।

একাধিক বিশ্বকাপ ফাইনালে গোল করা বাকি চার জন হলেন- ব্রাজিলের ভাভা (১৯৫৮, ১৯৬২), পেলে (১৯৫৮, ১৯৭০), জার্মানির পল ব্রিটনার (১৯৭৪, ১৯৮২) ও ফ্রান্সের জিনেদিন জিদান (১৯৯৮, ২০০৬)।

২০০২ সালে ব্রাজিলের রোনালদোর পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করলেন এমবাপে।