ভিক্টোরিয়ার জালে সবুজের ৭ গোল

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিল শিরোপাধারী মেরিনার ইয়াংস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2024, 01:53 PM
Updated : 16 March 2024, 01:53 PM

আবারও হ্যাটট্রিক উপহার দিলেন সোহানুর রহমান সবুজ। একাই করলেন সাত গোল! তার অসাধারণ নৈপুণ্যের ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিল শিরোপাধারী মেরিনার ইয়াংস। দিনের অন্য ম্যাচে সাধারণ বীমাকে হারিয়ে জয়রথে আছে আবাহনীও।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার ১১-২ গোলে জিতেছে মেরিনার্স। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের অন্য ম্যাচে আবাহনীর জয় ৩-০ গোলে।

সবুজের ঝলকের শুরু ম্যাচের দ্বিতীয় মিনিটে; ফিল্ড গোলে মেরিনার্সকে এগিয়ে নেন তিনি। সপ্তম মিনিটে ভিক্টোরিয়া সমতায় ফেরে সোহানুর রহমানের গোলে।

দ্বিতীয় কোয়ার্টারে পাঁচ গোলে ভিক্টোরিয়াকে কোণঠাসা করে ফেলে মেরিনার্স। ১৯ থেকে ২৪ মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে বেলাল হোসেন, সাদাফ সালেকীন (ফিল্ড), পেনাল্টি কর্নার থেকে সবুজ এবং ফজলে হোসেন রাব্বী ফিল্ড গোল করেন। ২৭তম মিনিটে সবুজ হ্যাটট্রিক পূরণ করলে স্কোরলাইন হয়ে যায় ৬-১।

পরের দুই কোয়ার্টারেও বারবার গোল উৎসব করতে থাকে মেরিনার্স। ৩১ থেকে ৫২ মিনিটের মধ্যে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন সবুজ। দুই মিনিট পর নিজের সপ্তম গোলটি করেন এই ডিফেন্ডার। চার ম্যাচে সবুজের গোল হলো ১৭টি।

৫৭তম মিনিটে ম্যাচে ভিক্টোরিয়াকে দ্বিতীয় গোল এনে দেন মো. হাসান। পরের মিনিটে আবেদ উদ্দিনের ফিল্ড গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেরিনার্স। এ নিয়ে লিগে টানা তিন জয় পেল তারা।

সাধারণ বীমার বিপক্ষে তিন পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে জিতেছে আবাহনী। সাধারণ বীমার প্রতিরোধ ভেঙে ২৩তম মিনিটে পুস্কর ক্ষীসা মিমোর গোলে এগিয়ে যায় আকাশি-নীল জার্সিধারীরা। পরে জোড়া গোলে আবাহনীর টানা চতুর্থ জয় নিশ্চিত করেন অধিনায়ক আশরাফুল ইসলাম।