রোনালদোর নতুন আরেক রেকর্ড

মরক্কোর বিপক্ষে বদলি নেমে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন পর্তুগাল অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2022, 04:24 PM
Updated : 10 Dec 2022, 04:24 PM

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড আগে থেকেই ক্রিস্তিয়ানো রোনালদোর। এবার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেও নাম লেখালেন পর্তুগাল অধিনায়ক।

দোহার আল থুমামা স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে ৫১তম মিনিটে বদলি নামেন রোনালদো। তাতে স্পর্শ করেন কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়ার ১৯৬ ম্যাচের রেকর্ড।

এবারের বিশ্বকাপে রোনালদো রেকর্ড গড়েছেন আরেকটি; ঘানার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে অভিযান শুরুর ম্যাচে একটি গোল করে গড়েন প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড।

বিশ্বকাপে তার মোট গোল ৮টি, ২২ ম্যাচ খেলে। আর পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৯৬ ম্যাচে তিনি গোল করেছেন ১১৮টি, রেকর্ড।