ক্লাসিকোয় পুরোটা সময় খেলার পর পায়ে সমস্যা অনুভব করেন বার্সেলোনার এই মিডফিল্ডার।
ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ের আগে দলের মঙ্গলবারের অনুশীলনে যোগ দেননি কিলিয়ান এমবাপে।
এদিন বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
“কিলিয়ান এমবাপে রিকভারি রুমে আছেন, একটি ম্যাচ খেলার দুইদিন পর এটি স্বাভাবিক প্রক্রিয়া।”
চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন এমবাপে। শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে তার জোড়া গোলে ৩-১ ব্যবধানে জেতে ফ্রান্স। গ্রুপ পর্বে জালের দেখা পান তিন বার। পাঁচ গোল করে 'গোল্ডেন বুটের' লড়াইয়ে শীর্ষে আছেন এই পিএসজি ফরোয়ার্ড।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ও ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।