অনুশীলনে ডে ব্রুইনে, আর্সেনালের বিপক্ষে তার খেলার সম্ভাবনা বাড়ছে

দলের আরেক মিডফিল্ডার জ্যাক গ্রিলিশও অনুশীলনে ফিরেছেন বলে খবর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2024, 08:50 AM
Updated : 28 March 2024, 08:50 AM

চোট সমস্যা কাটিয়ে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কেভিন ডে ব্রুইনে খেলার সম্ভাবনা একটু একটু করে বাড়ছে। ক্লাবের সুত্রের বরাত দিয়ে ইএসপিএন এই খবর দিয়েছে।

হ্যামস্ট্রিংয়ের চোটে চলতি মৌসুমের প্রথম পাঁচ মাস বাইরেই কাটে ডে ব্রুইনের। দীর্ঘদিন পর দলে ফিরে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই সম্প্রতি আরেক দফা চোট পান তিনি। কুঁচকির সমস্যায় খেলতে পারেননি এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয়ের ম্যাচে।

অবশ্য এবারের চোট তেমন গুরুতর নয় বলে আগেই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও গত বুধবার শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে বেলজিয়ামের দুটি ম্যাচের একটিতেও খেলতে পারেননি এই তারকা প্লেমেকার।

তবে এর মাঝেই অনুশীলনে ফিরেছেন ডে ব্রুইনে। গত মঙ্গলবার অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে তিনি স্বচ্ছন্দে অনুশীলন শেষ করায়, আগামী রোববার ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে তার খেলার ব্যাপারে দল আশাবাদী হয়ে উঠেছে বলে লিখেছে ইএসপিএন।

ম্যাচটি জিতে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হতে পারে পেপ গুয়ার্দিওলার দল সিটির। ২৮ রাউন্ড শেষে লিভারপুলের সমান ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে সিটি।

বৃহস্পতিবার তার মূল দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা।

দলের আরেক মিডফিল্ডার জ্যাক গ্রিলিশও পেশির চোটে এবারের আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পারেননি। চোট কাটিয়ে ওঠার পথে তিনিও অনুশীলনে ফিরেছেন বলে ইএসপিএনের প্রতিবেতদনটিতে বলা হয়েছে।