বিশ্বকাপে কাসেমিরোর ‘প্রথম’

দারুণ গোল করে ব্রাজিলের জয়ের নায়ক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 07:18 PM
Updated : 28 Nov 2022, 07:18 PM

চোটের জন্য বাইরে থাকা নেইমারের অভাব আক্রমণভাগে ভালোভাবেই অনুভব করল ব্রাজিল। পয়েন্ট হারানোর শঙ্কার মাঝে ত্রাতা হয়ে এলেন কাসেমিরো। দারুণ এক গোলে গড়ে দিলেন ব্যবধান। দলকে নকআউট পর্বে তোলার পাশাপাশি তিনি নিজে পেলেন অনির্বচনীয় স্বাদ- বিশ্বকাপে প্রথম গোল।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সোমবার ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায় ব্রাজিল। টানা দুই জয়ে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে গোলটি করেন ‘দা ইনভিজিবল ম্যান’ নামে পরিচিত কাসেমিরো। ভিনিসিউস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সুইস ডিফেন্ডার মানুয়েল আকনজির গায়ে মৃদু স্পর্শ করে একটু দিক পাল্টানো বল চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক ইয়ান সমেরের।

এই প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো খেলোয়াড় বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গোল করলেন।

দেশের হয়ে কাসেমিরোর গোল এখন ৬৭ ম্যাচে ৬টি। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতেই।