দাবা অলিম্পিয়াডে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ

মেয়েদের বিভাগে অবশ্য জয়ের ধারায় থাকতে পারেনি বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2022, 06:02 PM
Updated : 8 August 2022, 06:02 PM

দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। মেয়েদের বিভাগে অবশ্য জয়ের ধারায় থাকতে পারেনি দল; হেরেছে মিশরের কাছে।

ভারতের চেন্নাইয়ে মহাবালিপুরামে সোমবার উন্মুক্ত বিভাগে থাইল্যান্ডকে ৩.৫০-০.৫০ পয়েন্টে হারায় বাংলাদেশ। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ড্র করলেও জিতেছেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। আরও জয় পেয়েছেন দুই ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মেহেদী হাসান পরাগ।

মেয়েদের বিভাগে আগের রাউন্ডে ইরাককে হারানো বাংলাদেশ দশম রাউন্ডে মিশরের কাছে হেরেছে ২.৫০-১.৫০ পয়েন্টে। দলের হয়ে খেলা মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস জিতেন, ড্র করেন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমীন সুলতানা শিরিন। হেরে যান দুই মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও নাজরানা খান ইভা।

১০ ম্যাচে উন্মুক্ত বিভাগে ১২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ শেষ রাউন্ডে মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। মেয়েদের বিভাগে ১০ পয়েন্ট পাওয়া বাংলাদেশের শেষ রাউন্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

উন্মুক্ত বিভাগে ৫৩তম এবং মহিলা বিভাগে ৬৯তম স্থানে আছে বাংলাদেশ।