প্যারিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে র্যাঙ্কিংয়ের ৪৫ নম্বর খেলোয়াড়ের বিপক্ষে হেরেছেন দুই নম্বরের কার্লোস আলকারাস।
Published : 01 Nov 2023, 05:01 PM
চোট কাটিয়ে টেনিস কোর্টে ফেরাটা সুখকর হয়নি কার্লোস আলকারাসের। প্যারিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার রোমান সাফিউলিনের বিপক্ষে সরাসরি সেটে হেরে র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছেন স্প্যানিশ তারকা।
র্যাঙ্কিংয়ে ৪৫ নম্বরে থাকা সাফিউলিনের বিপক্ষে মঙ্গলবার ৬-৩, ৬-৪ গেমে হারেন দুই নম্বরের আলকারাস।
২০ বছর বয়সী আলকারাস চোটের কারণে গত সপ্তাহে সুইস ইন্ডোর্স চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ান। প্যারিস মাস্টার্সের প্রথম রাউন্ডে ‘বাই’ (ম্যাচ না খেলে পরবর্তী রাউন্ডে যাওয়া) পান দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।
দ্বিতীয় সেটের শুরুতে প্রতিপক্ষের সার্ভিসে ব্রেক করে একটা পর্যায়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যান আলকারাস। তবে এরপর পথ হারিয়ে বসেন তিনি। দারুণ এক জয়ের উচ্ছ্বাসে ভাসেন ২৬ বছর বয়সী সাফিউলিন।
এই হারে মৌসুম শেষে এটিপি র্যাঙ্কিংয়ে নোভাক জোকোভিচকে টপকে যাওয়ার লড়াইয়ে ধাক্কা খেলেন আলকারাস। শীর্ষে থাকা সার্বিয়ান তারকা জোকোভিচ বুধবার আর্জেন্টিনার তমাস ইচেভেরির বিপক্ষে খেলবেন।