হাঁটুর চোটে মাঠের বাইরে সিলভা

ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক কবে ফিরতে পারেন, তা জানায়নি চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2023, 04:03 PM
Updated : 28 Feb 2023, 04:03 PM

কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া চেলসি খেয়েছে আরেকটি বড় ধাক্কা। হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে চিয়াগো সিলভার। এজন্য আপাতত মাঠের বাইরে থাকতে হবে অভিজ্ঞ এই সেন্টার-ব্যাককে। 

প্রিমিয়ার লিগে গত রোববার টটেনহ্যাম হটস্পারের কাছে চেলসির ২-০ গোলে হারের ম্যাচে শুরুর একাদশে ছিলেন সিলভা। চোট পাওয়ার পর ১৯তম মিনিটে তাকে তুলে নেন গ্রাহাম পটার। 

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে সিলভার চোটের বিষয়টি জানায় চেলসি। ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এই ফুটবলার কবে ফিরতে পারেন, তা উল্লেখ করা হয়নি।

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে সিলভার চোটের বিষয়টি জানায় চেলসি। ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এই ফুটবলার কবে ফিরতে পারেন, তা উল্লেখ করা হয়নি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭টি ম্যাচ খেলেছেন সিলভা। 

সিলভাকে হারান দুঃসময়ের ঘেরাটোপে থাকা চেলসির সামনের পথচলা আরও কঠিন করে তুলতে পারে। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ১৫টি ম্যাচের মাত্র দুটিতে জিতেছে লন্ডনের ক্লাবটি।

লিগে ২৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে চেলসি। পরবর্তী ম্যাচে আগামী শনিবার তাদের প্রতিপক্ষ লিডস ইউনাইটেড।