সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার ডব্লিউটিই বর্ষসেরা হলেন ইগা শিয়াওতেক।
Published : 12 Dec 2023, 06:54 PM
টানা দ্বিতীয়বারের মতো ডব্লিউটিই বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ইগা শিয়াওতেক। এতে একটি জায়গায় তিনি পাশে বসেছেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসের।
বিজয়ী হিসেবে শিয়াওতেকের নাম ঘোষণা করা হয় সোমবার। সেরেনার পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার পুরস্কারটি জিতলেন ২২ বছর বয়সী এই পোলিশ তারকা।
২০১২ থেকে ২০১৫ পর্যন্ত টানা চারবার এবং ক্যারিয়ারে মোট সাতবার পুরস্কারটি জিতেছিলেন গত বছর অবসরে যাওয়া সেরেনা।
শিয়াওতেক গত জুনে ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখেন, যেটি তার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম। মৌসুম শেষ করেন তিনি প্রথমবারের মতো ডব্লিউটিএ ফাইনালস জিতে।
ওই সাফল্যে আরিনা সাবালেঙ্কাকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন শিয়াওতেক।