এই এটাকিং মিডফিল্ডারকে কতদিন বাইরে থাকতে হবে, সে বিষয়ে কিছু জানায়নি জার্মান চ্যাম্পিয়নরা।
Published : 23 Aug 2023, 08:39 PM
অনুশীলন করতে গিয়ে বিপদ ডেকে এনেছেন জামাল মুসিয়ালা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এখন মাঠের বাইরে থাকতে হবে বায়ার্ন মিউনিখের এই এটাকিং মিডফিল্ডারকে।
বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা বুধবার বিবৃতিতে জানায়, এ দিনই অনুশীলন করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে ২০ বছর বয়সী এই ফুটবলারের।
দলের অনুশীলনে এ দিন উপস্থিত ছিলেন না বাঁজামাঁ পাভার্দ। বায়ার্ন জানিয়েছে, অসুস্থ ফ্রান্সের এই ডিফেন্ডার। কী ধরনের অসুস্থতা, সে সম্পর্কে কিছু বলা হয়নি।
কতদিন মাঠের বাইরে থাকতে হবে এই দুই ফুটবলারকে, এ বিষয়েও বিবৃতিতে কিছু জানায়নি বায়ার্ন।
ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচ দিয়ে গত শুক্রবার লিগ মৌসুম শুরু করে বায়ার্ন। প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জেতে তারা।
ওই ম্যাচে দলটির শুরুর একাদশে ছিলেন মুসিয়ালা। ৮৪ মিনিট পর তাকে তুলে নেন কোচ টমাস টুখেল। ম্যাচটি খেলেননি ২৭ বছর বয়সী পাভার্দ।
আগামী রোববার বুন্ডেসলিগায় আউক্সবুর্কের মুখোমুখি হবে বায়ার্ন।