অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারে মাঠের বাইরে ফোডেন

ইউক্রেইন ম্যাচের পাশাপাশি এই মিডফিল্ডার মিস করবেন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2023, 04:05 PM
Updated : 26 March 2023, 04:05 PM

ইউক্রেইন ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে জোর ধাক্কা। অ্যাপেন্ডিক্স অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছে ফিল ফোডেনের, এতে তিনি মাঠের বাইরে চলে গেছেন অনির্দিষ্টকালীন সময়ের জন্য।

ফোডেনের ছিটকে যাওয়ার বিষয়টি রোববার নিশ্চিত করেছে ইংল্যান্ড।

এই মিডফিল্ডারের ক্লাব ম্যানচেস্টার সিটি এরপর জানিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে আগামী ১ এপ্রিলের ম্যাচে খেলতে পারেবন না ফোডেন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ইতালির বিপক্ষে গত বৃহস্পতিবারের ম্যাচে বদলি হিসেবে নেমে ফোডেন খেলেন মাত্র ১২ মিনিট, তীব্র অ্যাপেন্ডিসাইটিসে ভুগছিলেন তিনি। ওই ম্যাচে তার দল জেতে ২-১ গোলে।

২২ বছর বয়সী ফোডেন কবে ফিরতে পারেন, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) গাইডলাইন অনুযায়ী, সেরে ওঠার জন্য অন্তত দুই সপ্তাহ প্রয়োজন হবে তার।

চলতি মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন ফোডেন, করিয়েছেন পাঁচটি।

বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার রাতে ইউক্রেইনের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

চোটের কারণে এই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন ডিফেন্ডার রিস জেমস। আর ইতালির বিপক্ষে দুই হলুদ কার্ড দেখায় খেলতে পারবেন না আরেক ডিফেন্ডার লুক শ।