এরই মধ্যে টুইটার বার্তায় বিদায়ের বিষাদের রাগিণী বাজিয়ে দিয়েছেন এই ডিফেন্ডার।
বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করছেন না ক্লাবটির ক্রীড়া পরিচালক জর্ডি ক্রুইফ। চলতি মৌসুম শেষে দায়িত্ব ছাড়বেন তিনি।
স্প্যানিশ ক্লাবটি মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে বিষয়টি।
কিংবদন্তি ইয়োহান ক্রুইফের ছেলে জর্ডি চাইনিজ সুপার লিগের দল শেনঝেনের প্রধান কোচের পদ ছেড়ে ২০২১ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার ক্রীড়া পরিচালকের দায়িত্ব নিয়েছিলেন। কাম্প নউয়ে তার দুই বছরের এই অধ্যায়ের ইতি ঘটছে এবার।
এর আগে এই মাসের শুরুতে বার্সেলোনা জানিয়েছিল, মৌসুম শেষে দায়িত্ব ছাড়বেন ক্লাবের ‘ডিরেক্টর অব ফুটবল’ মাতেও আলেমানি।
গত রোববার এস্পানিওলের বিপক্ষে জয়ে চার ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এই মৌসুমে এর আগে তারা জিতেছে স্প্যানিশ সুপার কাপ। তবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর তারা খালি হাতে ফিরেছে কোপা দেল রে থেকেও।