বর্ণবাদের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে নিজ দেশের ফুটবল ফেডারেশনের এই উদ্যোগে সমর্থন করেছেন ভিনিসিউস জুনিয়র।
নতুন মৌসুম শুরুর আগে আবারও দেখা যাবে ক্লাসিকো। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে ফের মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
দুই দলই এই সফরে চারটি করে ম্যাচ খেলবে। শুক্রবার ক্লাব দুটির ওয়েবসাইটে ম্যাচগুলির ভেন্যু ও সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ২৯ জুলাই ডালাসে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা। গত বছর ক্লাসিকো হয়েছিল লাস ভেগাসে। যেখানে রাফিনিয়ার একমাত্র গোলে জিতেছিল বার্সেলোনা।
ক্লাসিকোর আগে ২২ জুলাই সান ফ্রান্সিসকোয় ইউভেন্তুস ও চার দিন পর লস অ্যাঞ্জেলসে আর্সেনালের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই সফরে কাতালান ক্লাবটি শেষ ম্যাচটি খেলবে এসি মিলানের বিপক্ষে।
রিয়াল মাদ্রিদ বাকি তিনটি ম্যাচ খেলবে এসি মিলান (২৩ জুলাই), ম্যানচেস্টার ইউনাইটেড (২৬ জুলাই) ও ইউভেন্তুসের বিপক্ষে (২ অগাস্ট)।