যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের বিপক্ষেও খেলবে বার্সেলোনা।
Published : 19 Mar 2024, 09:12 PM
আগামী মৌসুম শুরুর আগে আবারও ক্লাসিকো দেখা যাবে মার্কিন মুলুকে। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে এবার নিউ জার্সিতে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সেলোনা।
এই সফরে বার্সেলোনা খেলবে তিনটি ম্যাচ। মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে ম্যাচগুলোর ভেন্যু ও সূচি প্রকাশ করা হয়েছে।
প্রথম ম্যাচে আগামী ৩০ জুলাই ফ্লোরিডায় ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে কাতালান দলটি। এরপর ৩ অগাস্ট মেটলাইফ স্টেডিয়ামে রেয়াল ও ৬ অগাস্ট বাল্টিমোরে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে খেলবে তারা।
এই নিয়ে চতুর্থবার প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে ক্লাসিকো। আগের তিনবারই জিতেছিল বার্সেলোনা- ২০১৭ সালে মায়ামিতে ৩-২ গোলে, ২০২২ সালে লাস ভেগাসে ১-০ গোলে ও ২০২৩ সালে ডালাসে ৩-০ গোলে।