বার্সেলোনায় কত নম্বর জার্সি পরবেন রবের্ত লেভানদোভস্কি?-আগ্রহের কেন্দ্রে থাকা প্রশ্নটির জবাব মিলল এবার। কাতালান ক্লাবটির মাঠে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানে জানিয়ে দেওয়া হলো, বার্সেলোনার নতুন ‘নাম্বার নাইন’ এই পোলিশ তারকা।
কাম্প নউয়ে শুক্রবার ৯ নম্বর জার্সি পরে উপস্থিত হন লেভানদোভস্কি। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও।
অনেক নাটকীয়তার পর গত মাসে চার বছরের চুক্তিতে লেভানদোভস্কিকে দলে টানে বার্সেলোনা। সংবাদমাধ্যমের খবর, এজন্য স্প্যানিশ দলটির খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি ইউরো।
বার্সেলোনার হয়ে এরই মধ্যে মাঠে নেমেছেন লেভানদোভস্কি, খেলেছেন প্রাক-মৌসুমে। আগামী রোববার গাম্পের ট্রফিতে মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে খেলবে দলটি। এরপর ১৩ অগাস্ট রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে তারা শুরু করবে লা লিগা অভিযান।
গত মৌসুমে বার্সেলোনায় ৯ নম্বর জার্সি পরে খেলেন নেদারল্যান্ডস ফরোয়ার্ড মেমফিস ডিপাই। লাপোর্তা জানিয়েছেন, এ মৌসুমে লেভানদোভস্কিকে এই জার্সি দেওয়ার সিদ্ধান্তটা সম্পূর্ণ ক্লাবের।
“সে (লেভানদোভস্কি) ৯ নম্বর জার্সি পরবে এবং এটা ক্লাবের সিদ্ধান্ত…এটাই সঠিক সিদ্ধান্ত। মেমফিসের প্রতি যথাযথ সম্মান দেখিয়েই আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং সে বুঝতে পেরেছে।”