লাইভ: মেসির পিএসজির বিপক্ষে রোনালদোর সৌদি দলের লড়াই
সৌদি আরবের ক্লাব আল নাস্রে যোগ দেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন ক্রিস্তিয়ানো রোনালদো। দেশটির সবচেয়ে বড় দুই ক্লাব আল নাস্র ও আল হিলালের ফুটবলারদের মিলিয়ে গড়া দল ‘রিয়াদ অল স্টার্স একাদশ’ লড়ছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে। প্রীতি ম্যাচটির নাম দেওয়া হয়েছে রিয়াদ সেশন কাপ।