Published : 23 Mar 2024, 08:00 PM
রাজধানী মস্কোয় একটি কনসার্টের আগে বন্দুকধারীদের গুলিতে শত মানুষ নিহত হওয়ার পর প্যারাগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাতিল করেছে রাশিয়া। মস্কোর ভিটিবি অ্যারেনায় আগামী সোমবার হওয়ার কথা ছিল ম্যাচটি।
মস্কোর উপশহর ক্রাসনোগর্স্কের এক সিটি হলে কনসার্টের আগে শুক্রবার ওই হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১১৫ জন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে।
ইউক্রেইনে আক্রমণের পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়াকে ফিফা ও উয়েফার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়। তারপর থেকে শুধুমাত্র প্রীতি ম্যাচ খেলতে পারছে দেশটি। বৃহস্পতিবার ভিটিবি অ্যারেনায় সার্বিয়াকে ৪-০ গোলে হারায় তারা। একই মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি বাতিল করার কথা শনিবার বিবৃতি দিয়ে জানায় রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ)
রাশিয়ার সাংস্কৃতিক মন্ত্রণালয় শুক্রবার সকল বিনোদন ও গণ ইভেন্ট বাতিল করেছে। আরএফইউ জানিয়েছে, এই সপ্তাহান্তে তাদের প্রতিযোগিতাগুলোর সকল ম্যাচ স্থগিত করা হয়েছে।