গত ডিসেম্বরে আন্ডারলেখটের বিপক্ষে ম্যাচের এক সিদ্ধান্ত নিয়ে আপিল করেছিল হেঙ্ক, সেখানে ধরা পড়েছে ভিএআর-এর ভুল।
Published : 27 Jan 2024, 07:49 PM
ভিএআর নিয়ে ক্ষোভ, উষ্মা, অভিযোগ উঠছে প্রায়ই। ত্রুটি-বিচ্যুতি কমানোর জন্য ব্যবহার করা এই প্রযুক্তির ভুলই এবার ধরা পড়েছে। ফলে বেলজিয়ান প্রো লিগে আন্ডারলেখট ও হেঙ্কের ম্যাচ ফের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কদিন আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি নিয়ে বিরক্তি জানিয়ে এভারটন কোচ শন ডাইস বলেছিলেন, ভিএআর তার ধৈর্য্যর পরীক্ষা নিচ্ছে।
সম্প্রতি রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর আলমেরিয়ার কোচ ও খেলোয়াড়েরা রেফারিং ও ভিএআর নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছিলেন। ‘ডাকাতি’র শিকার হওয়ার মতো গুরুতর অভিযোগও করেছিলেন তারা। এই প্রযুক্তি নিয়ে ক্ষোভ আড়াল করেননি বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসসহ আরও অনেকে।
বেলজিয়ান লিগের ঘটনা অবশ্য বেশ পুরানো; গত ২৩ ডিসেম্বরের। আন্ডারলেখটের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ওই ম্যাচের পেনাল্টি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করেছিল হেঙ্ক। সেই আবেদন খতিয়ে দেখার পর ম্যাচ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ামের পেশাদার ফুটবলের ডিসিপ্লিনারি কাউন্সিল।
ওই ম্যাচে হেঙ্কের ব্রায়ান হেইনেনের পেনাল্টি গোলরক্ষক রুখে দেওয়ার পর ইরা সোর ফিরতি শটে জাল খুঁজে নিয়েছিলেন। কিন্তু ভিএআর দেখে সোর পেনাল্টি অঞ্চলের ভেতরের দিকে ছিলেন বলে গোল বাতিল করেন রেফারি।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল হেঙ্ক। রিপ্লেতে দেখা যায় স্পট কিক নেওয়ার সময় আন্ডারলেখটের দুজন খেলোয়াড় ভেতরে ছিলেন। ফলে ম্যাচ ফের আয়োজনের সিদ্ধান্ত কাউন্সিল দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হেঙ্ক।
বেলজিয়ান লিগের টেবিলে হেঙ্ক এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছে। রেকর্ড ৩৪ বারের লিগ চ্যাম্পিয়ন আন্ডারলেখট আছে দ্বিতীয় স্থানে।
দুই দলের ফিরতি ম্যাচ মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও।