এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটারে অল্পের জন্য সেরা হতে পারেননি বাংলাদেশের এই অ্যাথলেট।
Published : 18 Feb 2024, 08:29 PM
ইরানের তেহরানে ট্র্যাকে আলো ছড়ালেন জহির রায়হান। ৪০০ মিটারে হিটের চেয়েও ভালো টাইমিং করলেন তিনি, যদিও তা সোনা জয়ের জন্য যথেষ্ট হলো না। রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের এই অ্যাথলেটকে।
রোববার ৪০০ মিটারের ফাইনালে ছয় নম্বর লেনে দৌড়ান জহির। শুরুর দিকে এগিয়ে থাকলেও পরে একটু পিছিয়ে পড়েন তিনি। সেই ব্যবধান পরে আর ঘোঁচাতে পারেননি; দৌড় শেষ করেন ৪৮ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে।
হিটে ৪৮ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন জহির।
এই ইভেন্টে ৪৭ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ইরানের সাজাদ আঘাই। তার চেয়ে দশমিক ১৫ সেকেন্ড সময় বেশি নেন জহির।
কদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে সোনা জিতেছিলেন জহির। ৪৭ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন তিনি।